চল নিয়ম মতে, চল সরল কবিতায়
একটি কবিতার বেশি লিখবে না খাতায়।


শব্দ ভাষার এতো নিয়ম, হয় নাকি!
শব্দের বেড়াজাল দিচ্ছে ফাকি।
আমরা ভাল থাকি।
ধীরে ধীরে অস্থিরতা জাগে
ধীরে ধীরে উত্তীর্ণতা আসে
তারপর
সবটুকু নীরবতা।
সবটুকু স্থবিরতা।
এত নিয়ম মেনে
পাল্টাতে পেরেছো তাকে
যার জন্য জীবন, চুম্বন যাকে...


নিয়মে বেঁধে রাখলে সবটাই হারাবে
একা একাই কান্নার বৃষ্টিতে হাত বাড়াবে...