মায়ের কথা লিখতে হবে
মায়ের ভাবনা ভাবতে হবে
মায়ের আঁচল ভরা ধান
মায়ের জন্য এক জীবনের স্নান।
এসব কথা কবিতায় মানায়
বাস্তবতা অন্য কিছু জানায়,
ক্ষত বিক্ষত জঙ্গী হানায়
ধর্মের নামে, মানব অন্ধতায়।


আমরা মানুষ, আমরা উচ্চ প্রাণী
সমস্ত দিকে প্রচন্ড জ্ঞানী..
তবু কাজের বেলায় স্পিকটি নট
ফ্যাশন করি সভ্যতার সংকট।


আস্থাশীল মায়ের প্রতি
হতে দেব না তাঁর ক্ষতি,


তার অঙ্গ জুড়ে নদীর কেশ
বনলতার মতো লাগছে বেশ।
ত্বকের উপর সোনার ফসল
কাস্টম জুয়েলারী নয় নকল,
সোনার মাটির পদচিহ্ন
বাংলার নারী, নয় যে ভিন্ন।


আসুরিক সব প্রয়াসে নগ্ন
বাংলার মাটি হচ্ছে ভগ্ন
তবু নারীর অসীম চেতনা
সকালের সূর্য তার প্রেরণা।
কত কষ্ট বাংলায় বন্যা আজ
তবু মানবতার উত্সব সাজ,
তবু অনেকটা নারির টান
বাংলা নারীর সুরের স্নান।
নারী রূপী তুমি দেবতা আজ
তোমার সেই ভারতমাতার সাজ
আজও পারিনি ভুলতে, তাই
ও আমার দেশের মাটি, গাই।
গাইতে থাকা অবিচল
নীল গগন থেকে বাংলা স্থল,
সমস্তটুকু জুড়েই শুধু
ফিরবে ঘরে, মায়ের জাদু।
নতুন দিনের নতুন কথন
মায়ের আশায় অরূপরতন,
ভালবাসার এক অমোঘ সাজ
কবিতায় বাকি অনেক কাজ।
কাজের জন্যই বাংলা কৃষ্টি
প্রণাম বাংলা, মা, মাটি...সৃষ্টি।


ছিলাম পাশে, থাকব কাল
হতেই হবে বাংলা প্রবাল।
নতুন করে বলতে হবে
মায়ের টানে মাকেই পাবে,
কবিত্বটুকু সব নয়
ভালবাসায় নাও আশ্রয়,
সব পাবে, সবার হবে
মা তোমায় নিয়ে যাবে...
রিক্ত, সিক্ত, বিদ্ধ করুন
আমিও দ্বেষ রাগ... অরুণ, বরুণ,