(যেখানে জন্মাষ্টমী ও শিক্ষক দিবস মিলে একাকার)
দিনটা আজও মনে
সম্পূর্ণ ইচ্ছা যতনে...
ঘটনাচক্রে শিক্ষিকা
জমছে অনুসন্ধিৎসা...
আকাশে দাড়িয়ে ছিলাম
ছোট্টকে কোলেও নিলাম,
ছাত্র রাজীব তখন
দৌড়ে এল যখন
আমিও পড়ে গেলাম
ফোনটাকেও ফেললাম।
ছাত্রটি প্রথম শ্রেণী
আমার হাসি থামেনি...
মিলে মিশে যাচ্ছে
আবার হাসি পাচ্ছে।
দূর দূরান্ত থেকে
আনন্দ গানে ভেসে
আমি জননী ও গোপাল
কবিত্বের কপাল...
তবুও এ স্বাদ অন্য
এই স্নেহ অনন্য।
ভাবনার যাপিত কাল
অন্যরা রেগেই লাল,
তাদের দেখে হাসছি
রাজীবকেই ভালবাসছি।
সে তো কাঁদছে
আমায় বাধছে...
ভাললাগার পরশ
জীবন্ত হরষ...
জন্মাষ্টমীর পুজো
তাকেই খুঁজো...
আসবে নিশ্চয়ই
শিক্ষাকে ভাসাবেই।
নব তর জীবন
স্নিগ্ধতার প্লাবন।
নতুন করে পেলাম
স্মৃতি রেখে গেলাম।
ভাল থাকার আবেশ
মিলন্তি রঙের রেশ।
আমি তখন মাদার
ওর কারণ নেই কাঁদার...
স্বর্গ উদ্যানে সেবা
আমৃত্যু দেব পরিষেবা।


ভাললাগে শিশু
অমরত্বের যীশু...