(এই মল মানুষের মন সহ রক্তে মিশে,
শুধুমাত্র দেহ বর্জ নয়, লাগবে বড়ই ইসে...)


বৈষম্য পেরিয়ে এসেছে কাব্যগাঁথা
অস্থি রক্তে চেতনা মাখা পূর্ণ ব্যাথা,
অসহায়তার নারীহীন অশান্তি এক
জীবনের চরণামৃত, অবাক বাঁক।
ঘুরে দাড়ানো ছেড়া চটির স্ট্রিপ
হঠাৎ বেগ পাওয়া সুলভ সরীসৃপ,
ময়লা থাক, গন্ধ থাক, শান্তি ত্যাগে
মল এতো ময়লা, তবু লাগে আবেগে...
হাঁসি পায়, যতই সাজগোজ করি
কোটি টাকায় নিজেকে আহামরি
তবু পেটের মধ্যে মলমূত্র
এটাই জীবনের অমোঘ সূত্র।


যতই শিক্ষা আসুক দূষিত মন
শালীনতা রক্ষা কে করে কখন,
নেতৃত্ব থেকে কৃতিত্ব চাই এক
মিলিত প্রয়াস দলগঠন করা যাক।


কিন্তু দূষিত হাওয়া বয়ে যাবে
দূষণ সর্বত্র স্থিতিশীল হবে
অভাব প্রয়াসে, তাই অশ্ব কষ্ট
সুখের কবিতা করছে নষ্ট।
পেটের মধ্যে জমছে দিন দিন
শুদ্ধতা গভীরভাবে ক্ষীণ..
সভ্যতার বয়স অধিক নয়
মল উপখ্যানেই সংশয়।


তবু ঢংঢং করে বাজল বারোটা
মল ত্যাগ করে শান্তির উদারতা...