পুতুলের মতো লাগে
চেতনার মতো জাগে,
নতুন করে জীবনটুকু
বলে, ছোট্ট সোনা খুকু।
এই শিশুও একদিন
মেটাবে সমস্ত ঋণ,
মায়ের দশমাস অপেক্ষা
তারপর জীবন নিরীক্ষা।
অসহায় থেকে সহায়
সৌন্দর্য পৃথিবী কিনারায়।
ধীরে ধীরে মুক্তি পাবে
সম্ভাবনা কপোত হবে,
আলোকপ্রাপ্ত জীবন
আসুক মানবিকতার প্লাবন।


সমাজকে বুঝুক তৃতীয় বিশ্ব
জ্ঞান বুদ্ধি চেতনায় উচ্চতা স্পর্শ।
নাম হোক উজান বাওয়া স্রোত
জাহাজ দাড়িয়ে আর জীবন্ত পোত।