তোমাকে যে আমি ভালোবাসি
তা ঠিক কতটা সত্য।
তা ঠিক কতটা আমি তোমার জন্য উপযুক্ত।
জানি না।
জানতে চাই।
(চুপি চুপি) কিভাবে জানবো?
তোমাকে স্পর্শ করলে
যে অনুভূতি আসবে মনে
সেটাই জানতে চাই।


না
তোমাকে আদর করতে চাই
না
আদর করলে হবে না
চুমু দিতে চাই


উ হু ওতেও চলছে না
তোমার সমস্ত দেহকে সঙ্গম মনে করব।
আমায় ঘৃণা কর।
আমার ভালবাসা
এতটাই নিকৃষ্ট
অন্ধকার, অন্ধকার সম্পূর্ণ মন
আত্মার অন্তরের সেই চেতনা
মনের সেই অন্তিম স্নেহ
কিছুই নেই আমার ভিতর – অবশিষ্ট।


তাই শেষে বলি
ভালবাসা-বিশ্বাস কর না।
আমরা পৃথিবীর বাসিন্দা (আমার মতো)
কেবল স্বার্থ বুঝি।


জীবনে কিছু না হতে পারি
সত্যিই ভালবাসা বুঝলে
সত্যিই ভালবাসা বুঝতে পারলে
মানুষ হয়ে যেতাম।
মানুষ, সত্য মানুষ
মানবতার শ্রেষ্ঠত্বে
জীবনচক্র থেকে পেতাম মহাভিনিষ্ক্রমণ।