গভীর শূন্য একটি পথ ধরে
গভীর মায়ার অন্ধকার স্মৃতিকে কেন্দ্র করে
ব্যর্থ কবির, ব্যর্থ প্রেম
এগিয়ে চলেছিল মৃত্যুর খোঁজে।


আগেই সে জীবন, জীবনের অন্ধ ঈশ্বরকে
- দেখে এসেছে
তাই ভগবানের নাম জপ করে
এগিয়ে চলায় নেই আনন্দ।


মৃত্যু মুক্তির খোঁজে অন্ধকারে
ঐ তো, ঐ তো কি যেন চকমক করে উঠল।
জানি না – জানতেই হবে
কবির শিল্প সত্তা এগিয়ে গেল।
কোথায় গো, কোথায় তোমার উপস্থিতি।


এতক্ষণ চুমকি চুপটি করে বসেছিল
বেড়িয়ে এলো আলোলায়িত কেশ
স্নিগ্ধ চোখের সুশ্রী সুন্দর চাহুনি নিয়ে।
বলল, আমি এখানেই ছিলাম।
তোমারও তো এখানেই আসার কথা ছিল।
সুখ দুঃখের জীবন তো
এখান থেকেই শুরু হবে।
চমকিত ক্ষণ
আগুনের ঐ স্বপ্নে আমার
সর্বসত্তাকে- নিয়ে গেল
কারণ
জীবনটাকে অনেক সাদামাটা করে দেখেছি।


দুঃখের ঐ অশ্রুধারায় সে মুক্তো ঝড়ে
চুমকির ঐ চকমকিতে
ক্ষণিকের দুঃখ, সুদূরের পিয়াসি
আমি মূর্খ, তা উপলব্ধি করিনি।
কারণ
আমি এখনও সত্য শিল্প কবিতার সৃষ্টি
করতেই পারিনি।
ধন্যবাদ দিয়ে তোমায় তাই...