প্রতি রাতে যে শব্দ আমি শুনতে পাই
এই ছোট নদীর কুলু কুলু শব্দ
সেই মুহূর্ত থেকেই তোমাকে চাই
তোমায় করতে চাই জব্দ।


স্নিগ্ধ স্বপ্ন যে চাঁদনি রাতে
তোমার মনোময় অন্ধকার সৃষ্টি করে
সেই অন্ধকারে আমি বাঁচতে চাই।
আমার এই পাপী রক্তাক্ততাকে
পরিষ্কার করি তোমার শরীরে,
তোমার পূর্ণ শরীর আমায় পূর্ণতা দেয়।


এই ছোট নদী,
আবার কি ভাবিস
আমি তোকে নোংরা করে দিলাম,
তোর মন, আদ্র উষ্ণতা-কেড়ে নিলাম।
হতে পারে
কারণ স্বপ্ন সৃষ্টির শিল্পী
আমি নতুন করে তোমায় চিনতে পেরেছি।
নতুন ভাবনা
আমাদের দুজনকে উন্নীত করেছে
জীবনের শ্রেষ্ঠ বিস্ময়।


বিস্ময়বোধ, বিস্ময়সূচক ঐ রাতের নদী
সকালের সৌর প্রভাতে
কেমন বদলে যায়।
কেমন বদলে যায়, রাতের অন্ধকার।
দিনের স্পষ্ট আলোয়
তোমার ঐশ্বর্য সম্পদ
আমি আস্তাকুরের আধপেটা-ক্ষণপদ
বাস্তব ধনী দরিদ্র ভেদাভেদ
স্পষ্ট হয়ে যাবে।


তুমি নদী-আমার প্রিয়, স্নিগ্ধ, অপরূপা ছোট নদী
এগিয়ে চলবে,
দৈহিক উষ্ণতা নিয়ে
পাপী গরীব মানুষটির হৃদয় উষ্ণতা
মানবিক উষ্ণতা দিয়ে
তোমার কিছুই যাবে আসবে না।


ছোট নদী-
এগিয়ে যাস
অনেক মানুষ, ক্ষুদ্র মানুষ
তুই পাবি। ফিরে আসব না আমি
আমি বাঁচব তোর মনের স্বপ্ন ঘিরে।