সেপ্টেম্বর ১১, ২০০১, নিউইয়র্ক
মায়ের আর্ত চিৎকতার সন্তানেরা শুনল না রে
চারিদিকে মৃত-ধ্বংস, মনে-চোখে আগুন আধারে,
ভেঙে পড়ছে ট্যুইন টাওয়ার-মোমবাতির শোক
সন্ত্রাসবাদী হামলায় শুভবুদ্ধি সম্পন্ন এক হোক।


সেপ্টেম্বর ১১, ২০০১, আফগানিস্তান
মায়ের মুখ ঢাকা, বন্ধ, জেহাদিদের সামনে
পুরুষগণ ঘরে সিংহ বাইরে ধম্মকেই মানে,
মনুষ্যত্ব অসীম, তবু মায়ের সামনে শিরোচ্ছেদ
কত কষ্ট মায়ের, নেই সীমাহীন ভেদাভেদ।

সেপ্টেম্বর ১১, ২০১৫, নিউইয়র্ক
মায়ের স্বপ্ন, মায়ের উদ্যমে ওয়ার্ল্ড ট্রেড-এ হাসি
অতীত স্মৃতি মুছে ফেলতে চাইছে আমেরিকাবাসী।
মা না চাইলেও মুসলমান দেখলেই সন্ত্রাসবাদী ভাবে
জানি না এ ছোয়াচে রোগ কবে, কিভাবে যাবে।

সেপ্টেম্বর ১১, ২০১৫, আফগানিস্তান
মায়েরা এখনও অপুষ্টি, নিরক্ষরতা মৃত্যু-ধর্মে বন্দি
ধর্ম সহ আমেরিকা সামরিকও জানে না অভিসন্ধি।
হাহাকার করা বুকের গভীরে মায়ের শতেক কান্না
মিগ২১ উড়ছে, সন্ত্রাসমনস্করা কোথাও কম যায় না...
................
................
জাতি ধর্ম বিদ্বেষ, অর্থই ফ্রাঙ্কেনস্টাইন গড়ে
বিশ্ব মায়ের কোল খালি, ঐতিহাসিক অশ্রু পড়ে।
মা আজ শুধুই ছবিতে সন্তানের মুখ দেখে
বিভীষিকাময় পৃথিবীতে এভাবে বিলীন হবে ভবে...