চায়ের কাপেতে এখন ঝড় ওঠে না আর
হাঁটুতে ব্যথা, শরীর খারাপ সময়ের প্রহার।
তবু মায়ের কথায় সেই প্রথম চাঁদের পাহাড়
কি ভালবেসেই শংকর, অ্যলভারেজ আহার।
আমার নামের মানেতে উপন্যাস গন্তব্য হীরে
কতদিন স্বপ্ন যাপন ঐ মায়ের উপহার ঘিরে...


এখন অবাক লাগে, পথের পাঁচালীর নস্টালজিয়া
বিভূতি বাবুর জন্মদিনে আরণ্যকের সবুজ হিয়া
ভাললাগে আজও রাস্তার ফুটপাতে কষ্টের লেখা
তোমার জন্যই পৃথিবীকে নতুন করে দেখা...


অপরাজিতের দৃষ্টি প্রদীপে আদর্শ হিন্দু হোটেল
দেবযানের অনুবর্তনে অথৈজলে ইচ্ছামতী বিকেল...
অশনির সংকেত আসে দম্পতি ছায়াছবি সুলোচনা
মুখোশ ও মুখশ্রী বড়ই ক্ষণভঙ্গুর নবাগতই প্রেরণা...