একটি রক্তাক্ত দেহ আজও বাংলার মাটিতে
শুয়ে আছে আমার মতো
তার অন্তজ আত্মাকে টেনে হিচড়ে
এগিয়ে নিয়ে চলেছে সময়।
সময়ের বজ্র আঁটুনি জীবনকে
এক ছন্নছাড়া ইতিহাসের দিকে
নিয়ে গেছে আমাকে।
কবিতার কঙ্কাল সেখানে
অপেক্ষা করছে আমার জন্য।


আমার আত্মা ঐ কবিতাকে ধরে
মানুষের জীবনকে নিয়ে
চলেছে এগিয়ে
রক্তাক্ত আমার শরীর
কারওর প্রলেপ লাগবে তাই
আমি
আমার বাংলা ভাষা
সুখ ও শান্তির আত্মজ সময়
জেনে যাই।