তুমি কি কবিতা লিখছ?
না লিখছ না।
তুমি ভাবছ কিন্তু কি বলছো!
নাহ্, তাই প্রকাশিত হচ্ছে না।
তাই আমার মতো না-কবি লিখছে গল্প
সৃষ্টির জীবন, হয়তো চিনছে বাস্তব স্বল্প।


যদিও লেখায় সবার কথা সঠিক ভাবেই প্রকাশ
ছোবে না পুরাতাত্ত্বিক কৃতিত্বের প্রয়াস
তবু এ কবিতা লেখা হয় জীবনের সুশিক্ষিত ভদ্র তাগিদে।


আসলে সময়ের বিলাসিতা
অনেক পেয়েছি, পাচ্ছি পাবো কবিতা
মরণ তৃষ্ণা নয়
ওরা আজও ছড়া বাঁধে পেটের জন্য
সাহিত্য কবিতা ওনাদের জন্যই ধন্য।


আমার লেখা তাই ছিড়ে ফেলে দাও
ওদের চোখের জলের কষ্ট – তোমাদের হৃদয়ে টেনে নাও।


আসলে সত্য কবিতার এক নির্দিষ্ট ঘরানা
আমার নেই, আমাদের মতো প্রবঞ্চকের থাকে না।