অলসতার ভাবনা শেষে
সাংসারিকতা ভালবেসে
আচ্ছন্ন আবেগে নারী
ভাললাগে গাছের সারি...
সবুজাভ দুষ্ট চোখে শান্তি
ক্ষমতার চেয়ারে ক্লান্তি
উপরে উঠলেই পড়বে
কে তখন কিভাবে ধরবে!
অস্থির লাগে, আশ্চর্য
অস্থির সময়ে সত্যগর্ভ
তাই হারিয়ে যাওয়া
নিজেকে ফিরে পাওয়া।
তাই নতুন সম্মান
জীবন্ত সুরেলা আজান
নিজেকে বুঝতে শেখা
সমাজকে নতুন দেখা।
অনেকটা পড়াশুনো
ভাগ্যরেখার মাছ চুনো
ভাজা খেতে পারি
কবিতার রেশ তারই...
তবুও জীবন অন্য কিছু
তবুও জীবন আত্মা নিচু
একটু প্রণাম তাঁকে
জীবন মেনেছি যাকে...
সব পাল্টে যাবে না
সব সাঁতরানো হবে না
তবু যেটুকু নুড়ি বালি
সেটুকুতেই পুরুষালী।


কবিতার রঙীন ডালি
নীলাভ কলতানের মালি...