নিজেকেই শুধু বাঁচাতে চাই বার বার
নিজের বিবেককেই করছি ছাড়খাড়,
নিজেকেই শুধু দেখতে চাই ঝামেলা মুক্ত
আমার ভিতর বৃদ্ধ পিতা এখনও সুপ্ত।
খুব ভয় লাগে এসব দিনের জন্য
কেন বয়স বাড়ছে, কমছে বন্য,
অস্থিরতার শেষে শুধুই স্থিতি চাই
শান্তি চাই শান্তি, কোথায় পাই।
একা লাগে না সন্তান স্নেহ ছাড়া
ভুলেছি যৌবনের সমস্ত জেতা-হারা।
অসহায় লাগে তাই নিজেকে বাঁচাই
অসহায়তায় অজুহাতকেই যাচাই,
ভুলে যাই মনুষ্যত্ব ছিল একদিন
ভুলিনি ‘আপনি বাঁচলের.....’ ঋণ।


ফিরছি ঘরে তবু মনে সংশয়
সঙ্গী বিপদে পেল কি আশ্রয়।
বিবেকটা এখনও জাগ্রত আছে
মানুষ আমিকে রেখেছি পকেটে।
তাই ভাবনার সাথে দর্পণ পোস্ট
লাইক চাই না, মানবতাই হোস্ট...


ভাললাগাটাই থাক্ মানবতায়
স্মৃতি মধুর কবিতার খাতায়...