তবে আরেকটি সত্য কবিকে
জীবনের আনন্দে দিতে হবে বলিদান।
বিসর্জন দেবেন কি কোন কবি, নিজ সম্মান
পৃথিবীকে বলবে বন্ধুবর এবার জাগো
পরাধীনতার নিষ্ঠুরতা এসেছে আবার ভারত মাগো
তুমি জাগো....


আবার দুশো বছরের পরাধীনতা
আসছে যে তেরে
তার থেকে মুক্তি দাও, মুক্তি দাও
মা গো প্রাণের ভিড়ে।


সংশয়টা অন্যথায়, যে কবি বাঁচার জন্য মরলো
সে কবি কি এই প্যানপ্যানানি চেয়েছিল!
চায়নি, চায় না, চাইবেও না
কারণ কবি জানে প্রতিবাদ
চিরদিন সে অগ্রাধিকার দিয়েছে, সত্য বিপ্লবকে
সে চির মহাপুরুষ হতে পারেনি
হয়েছে চিরসবুজ এক সত্য কবি।


আর আমরা কিছু সময় পর
হয়েছি পরাধীন, নিজের অস্তিত্বের কাছে
হার মেনেছি নিজ আচার-পোশাক।
ব্যবহারিক পরিচ্ছদ।