যে কবিতা কেউ বোঝে না
যে কবিতা ভাব অনুপ্রাশ চেতনা
যে কবিতা বিবেকহীন মায়া
যে কবিতা স্তরীভূত প্রেরণা
সেই কবিতা বই হয়।
ব্যবসা হয়।
আর তাই তোমরা কিনে আনছো ঘরে, মরছ।
সেলফে সাজাছো...ছবি আপলোড করছ।
কিন্তু যে কবিতা বাস্তব
যে কবিতা তোমাতেও ন্যাস্ত
যে কবিতাই জীবন্ত অগ্নি
তাতে মনের নেই লগ্নি।
সেই কবিতা প্রকাশকের কাছে কাঁচা
ব্যবসা ও নাম...সেলেবদের খাচা।
একদিন সব গাধারাই বুঝবে কবিতা কি
ব্যবসার নামে প্রকাশনা-স্রেফ ভন্ডামি,
একদিন প্রেমিকযুগল চুমু খাবে চারমাথায়
আর সেই কবিতা লেখা চড়কা কাটায়...
চাঁদে যেতে পারলে বুঝতে কতটা জল
লুকিয়ে রেখেছি আজও বুকের অতল,
কবিতা অণুরণন, শিহরণ...জাতীয় উন্মাদনা
কবিতাই চৈতন্য, চৈতন্যই সত্য ভাব প্রবণা।