মানবিক ক্লেশের শেষে
অনেকদিন পর হাতে তোমার জন্য কলম।


আমার হৃদয়ে যখন সমস্ত কথার শেষে –
অপেক্ষা করতে শুরু করেছিল।
মৃত্যু বিভীষিকার, তখন নিভৃত গোপনে
জানলাম তুমিও আমার জন্য
একটি অশ্রুবিন্দু সেদিন ফেলেছিলে।


তোমার সেদিন, অন্য কষ্ট সহ্য করতে হয়েছিল।
আসলে আমি তখন তেমন চাকরি পাইনি।
তখনও আমি তোমাকে সুখী করতে পারতাম না।
(টাকার সুখ)
তুমি তখন অর্থ সুখে মগ্ন।
বিদেশ যাওয়ার অমোঘ হাতছানি।
ওটাই স্বাভাবিক, সেটা আমি জানি।
সুখী হয়েছো?
অনেক বছর পর তোমার সাথে
আজ আবার দেখা প্রাত ভ্রমণে।
তুমি আমাকে চিন্তে পারলে না।
চিনবেই বা কি করে! রূপ যৌবন তো
অতলান্তের গভীর মনবাসনায়
ইন্দ্রানী আজও আমি তোমার অপেক্ষায়
আজও আমি তোমার দেওয়া শিক্ষায়
মানবিক অর্থ যন্ত্রে উন্নীত হতে পারিনি।
আমি মানুষ হতে পারিনি।
আমার সুখ, আমার ভালোবাসা যে অন্যত্র।
তা তুমি বুঝতে পারবে
জীবন ইতিবৃত্তের শেষ পৃষ্ঠায়।
আমার তোমার মিলনের অপেক্ষায়
বসে আছে অ্যাডম আর ইভ
অন্য জন্মের পারে
আমার প্রাণ রয়েছে থুরি থাকবে তোমার তরে।