সত্যিই বুঝতে পারলাম
কিভাবে সত্য ভালবাসা আসে।
ভালইবাসে।
হতে পারে মুহূর্ত,
হতে পারে চারুকলা
হতে পারে কিছু দিনের
মুহূর্তের কথা বলা।
তবুও মন তো তাই
সত্যিই বুঝতে পারলাম
এটাই জীবন
এটাই সভ্যতার মনন
আর অনেকটা
শরীরের গন্ধ, টাকার গন্ধের থেকেও...
.........................
..........................
অনন্য এক পৃথিবী
এঠো হয়ে যাওয়া শরীর
এঠো হয়ে যাওয়া স্মৃতি
আমিশ হলেও হজমযোগ্য
উপভোগ্য।
অন্য এক জগৎ
এখনও বেঁচে আছে।
তাই বেঁচে আছে
আমার জীবন্ত কবিতারা...


সেই অকৃত্রিম ভালোবাসায়
আমি আর সে বাঁচবো।
ভালবাসা মানে যৌনতা নয়,
ভালবাসাকেই ভালবাসতে হয়।
ভালবাসা মানে দুই লিঙ্গের বোঝাপড়া
বিপরীতকামী না হলেও তা ভালবাসাই।


বাঁচতেই হবে,
কারণ আমাদের দু’জনের ভালোবাসা
চিরন্তন,
অনুভবের স্বচ্ছতা,
মানবিকতার স্পষ্টতা
নম্র সাধারণ পূর্ণতা
এখানে স্পষ্ট
এখানে আমি আর সে
বিশ্বাসের বিশ্বাসে সত্য।