এতদিন কত সাথী ছিল মোর,
আজ আমি বড় একা,
আঁখিতে যে জল করে টলমল
এই বুঝি শেষ দেখা!
যে আঘাত করে অসহায় ভাবে
বারে বারে আমারে,
সেই আঘাতই অশ্রু হয়ে
ঝরছে আমার চোখে।


অশ্রুর সেই ক্রন্দন চিত্কার
তুমি কি পাও না শুনতে
তোমার জন্যই রয়েছি চেয়ে
সময় কাটে দিবস গুনতে গুনতে।
দিবস রজনী পরিযায়ী পাখি
নাগরিক মনটা আমার
কেটে যায় সব
ভালবাসার অনুভব
পাইনি সাড়া তোমার।


আমার তো বেশী চাহিদা ছিল না
তুমি সেটুকুও আমায় দিলে না।
তোমার অনন্ত চলতে থাকা সময়
দিয়েছে আমাকেই অভয়
তুমি তো বোঝনি, তুমি বোঝ না।
তোমাকে নিকৃষ্ট আমি, পাবো না।
তোমাকেই চাইব ক্লান্তিহীন, শ্রান্তিহীন
রইব না আমি – সাথীহীন।