এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....
ভালবাসার, কাছে আসার
এই তো সময়।
এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....
না বলা কথার স্মৃতিরও ব্যথা
এলাম আবার মনেরই সাথে
এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....
মায়ের কথায় ফিরে আসে গান
মায়ের কথায় সকালের স্নিগ্ধ স্নান।
মনে হয় যুগ যুগ ধরে ঘুমিয়েছি
হেসেছি, কেঁদেছি-মাকেই জড়িয়ে ধরে।
মায়ের কথা, মনেরই কথা
স্মৃতি ব্যথা
চেতনা গাঁথা।
নব নব রূপে মাটির সে টান
গেয়েছি, মায়েরই গান।
কত দূরে, আজ তুমি...
ছবি জুড়ে সেই স্বপ্নভূমি।
মায়ের কথা চলতে থাকা অভিধান
মায়ের কথা, বলতে পারা সংকলন।
মায়ের কথা, না জানা দিনের কাব্য
মায়েরই কথায় এ জগতে নামবো।
মায়ের হাত ধরে হেঁটে যাব
মায়ের হাত ধরে পেরিয়ে যাব....
এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....
যদি তুমি ভুল করো
যদি তুমি কাঁদাও তাঁকে
তবু জেনো মায়ের আঁচল
তোমাকেই ভাল রাখে....
মায়ের কথা
মায়েরই কথা
মায়ের কথা অবর্ণনীয়
মাকে ভালো রাখাই কল্পনীয়...
এখন তারা অনেক একা
এখন তারা বার্দ্ধক্য
তবু মা পুরোনো হবে কখনো।
হতেই পারে অনেক দোষ
হতেই পারে পক্ষপাতিত্ব
হতেই পারে মায়ের কথায়
ছেড়েছি রাজত্ব।
তবুও এ আঁচল
তবুও এ নারির টান
মায়ের কথায় শেষে
লিখছি মায়েরই গান।
হতে পারে মা আজ ক্লান্ত
হতেই পারে জীবন ম্লানেরই আনন্দ।
তবুও তিনি আজও ভালবাসতে জানে
তবুও তিনি জানে ত্যাগেরই মানে....
এখনও সময় আছে
ফিরে এসো.....মায়েরই কাছে....
ছোট বেলার সেই ক্যানভাস কথা
ছোট বেলার সেই উদারতা
কত বকুনি খেয়েছি
কেঁদেছি, বলেছি মা বাজে
আজও বুঝি সেই চড়, অনেক কাজে।
এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....
****
হতেও পারে তার আশীষটুকু রয়েছে
হতেও পারে তার ভাবনাটুকুই সব
হতেও পারে জীবন্ত কলোরব,
তবু তিনি আছেন
তবু তিনি রক্তেই বাঁচেন।
মায়ের কথা, মায়ের কথা
মায়ের কত কথা অপূর্ণ রয়ে গেল
মা জৈবিক থেকে মাতৃভাষা হল।
প্রথম যে শব্দ সব থেকে বেশি বলেছি
সেই মাকেই কেন, কষ্ট দিয়েছি।
ওঁনারা ভাবেন, ওঁনারাই ভাবেন
ভালটুকু যা, তা সন্তানের....
মায়ের ব্যাথা মা জানেন।
শুধু থেকো পাশে, শুধু থেকো
একা হতে দিও না...দ্রুততা তোমার
দ্রুত জীবন আমার
তবু মায়ের কথা
তবু মায়েরই ব্যাথা।
****
সবাই বোঝে
তবু অন্য আঁচল খোঁজে...
সবাই ভাল
তবু খারাপটাই আলো....
ভালবাসার সেই উজান স্রোতে
এসো ফিরে, এসো রাতে।
*****
কাল প্রভাতের সেই সূর্যটুকু
শুধু তোমার আর মায়ের মুখু
একটু আদর চায় ওঁনার দুচোখ
তা তোমার সঙ্গিনীর মুখ ভার হোক।
মায়ের কথা, একটু ভেবো
মায়ের কাছে একটু থেকো।
*****
যারা প্রবাসে, মা বঙ্গ কাশে
তাদেরও বলা, তাদেরও মুখ মায়ের চোখে।
একটু সকলের হাত ধরা চাই
মায়ের কথায় ফাঁকি দিও না ভাই।
মায়ের কথা
মায়েরই কথা।
এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....
****
সেই তুলসী তলা,
সেই কলমী লতা,
সেই কাজলা নদী
কি করেছে ক্ষতি!
মা তো চায় বড় হও
মা তো চায় মানুষ হও
মা তো চায় উজ্জ্বল কর নাম
তাকে কষ্ট দিও, কর না প্রণাম।
কষ্ট যেটুকু সেটুকু তোলা থাক
বাকিটুকু মা আজ পাক....
স্মৃতি নিয়ে গরিমা গড়ে নেই লাভ।
কত মহান তা না বললেও হবে
মাকে কতটা ভালবাসলে
সেটুকুই লেখা হবে।
মা কে সারা জীবন কষ্ট দিয়ে
শ্রাদ্ধ দিনে লোক খাইয়ে...
কি পাও...কি পায় সমাজ...
পুরুষতন্ত্রে বাবা-কে ভয়
মা-কে নিয়েই সংশয়।
দু’জনেই সমান।
একটু ভাবার সময় কেন নেই
তোমাকে জন্ম দিল তো সেই।
সমাজের কত লাঞ্ছনা
তবু মায়ের কথা
তবু মায়ের কথা এই তো সম্ভাবনা।
সব কিছুর মধ্যে মা আছে বলেই
এখনও প্রেরণা রয়েছে পথেই...
মায়ের কথা, মায়ের ব্যথা
ভুলে যেও না, সে তোমারই মা।
ভুলে যেও না, মা শুধুই মা।
কত মানুষের নিজ সন্তান হয়েছে পর
কত মানুষের স্বপ্ন আকড়
তবু মা তো মা থেকে যায়...
ধর্ম জালে তাকে বেধো না।
মা তো মা....মা তো মা....
****
এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....
যারা শুধু অন্ধ টাকার কুমীর
যারা শুধু গন্ধ পায় শরীর
তাদেরও রয়েছে মা
তাদেরও থাকবে মা।
মা তো সে সব ভাবতেও পারে না,
সভ্যতাই তো জননী আমাদের।
সভ্য হলে বুঝবে সকলে
সভ্য হলে মায়ের কথা
মানবে সকলে।
আর্থ-সামাজিক পরিকাঠামো,
অন্তর্দেশীয় সংগ্রামও...
লড়তে হলে,
বাঁচতে হলে
মায়ের কথা ভাবো।
এখনও স্বাধীন হতে পারিনি
এখনও ভাবতেও পারিনি।
শুধু বলে চলেছি
মা যে আমার।
শুধু ভেবে চলেছি মা যে আমার।
কিন্তু মায়ের কথা কেন অস্বচ্ছ লাগে
মায়ের বয়স হল, দ্রুততা আগের।
তবু সে স্বপ্ন দেখে
প্যান্ডেলে প্যান্ডেলে যাবে...
তবু সে স্বপ্ন দেখে এতো বড় দুর্গা হবে।
মা ...সে তো যেমনই হোক
আমারই মা।
সহানুভূতি নয়, ওঁনার চাই সঙ্গ
সক্কলে করো না তা ভঙ্গ...
মা সে তো আমারই মা,
মা, সে তো চোখের জলের মা।
মা, আমার রূপকথা থেকেও দামি
মা, আমার, আমি হব বেনামি।
মা, আমার রাস্তায় থাকবে না গাছতলা,
মা, আমার অনেক ছেলের বাড়ি যাবে না।
****
মা তো সেই হতে পারে
যে নিয়েছে সব দোষ তার ঘারে,
মা তো সেই হতে পারে
যে লড়েছে সব যুদ্ধ আগলে।
মা তো বসে আছে মাইনে নিয়ে ফিরবে সোনা
মা তো বসে আছে সংসার করবে অজানা।
মা তো জানে সন্তান আজ কর্ম ব্যস্ত
মা তাই সকলের উপর করেছে দায়িত্ব ন্যস্ত।
মায়ের কথায় মহাভারত
মায়ের কথায় পুরাণ কথা।
মায়ের কথায় স্মৃতিযাপন
মায়ের কথায় উদারতা।
মায়ের কথায় নতুন দিন
মায়ের কথায় স্বপ্ন রঙিন
মায়ের কথায় চুরি করে খাওয়া
একটু মার, ওটুকুই পাওয়া।
দামী অর্থের বিলাসিতা চায় না মা,
হাত ধরে হাঁটতে চাইছে শত যাতনা।
একদিন উনি হাত ধরেছিল তাই
আজও আমরা হেটে যাই...
মায়ের কথা ভুলতেও পারব না।
মায়ের কথা ভুলতেও চাই না।
মায়ের কথা ভোলাতেও চাই না
তাই মায়ের কথায় থাকব
মায়ের কথাই যুগ যুগ রাখব....
মায়ের কথায় একবার ফিরে তাকাও
মাকেই এবার আনন্দ মাখাও
সব উন্নতি থাকবে নিজের মতো
কেউ মেটাতে পারে না মায়ের শূন্যতার ক্ষত....
তাই বলি আবার
মা যে সবার,
তাই বলি ধর্ম
মা একমাত্র কর্ম।
মাতৃভাষার সাথেই মা নিজের জীবন
মাতৃত্ব অর্জিত সত্য, মা-ই প্লাবন।
বিবেকেই বলছি
কর্পোরেট হতে যেও না।
সন্তানও একদিন দেবে একই যাতনা...
এখনও সময় আছে
ফিরে এসো মায়েরই কাছে....