উন্নতির শিখরে দাড়িয়ে বলতে পারি
পৃথিবী উঠে এসেছে ঘরের ভিতর
কিন্তু সে তো প্রযুক্তিগত
আমার, আমাদের পৃথিবী
মানুষের মানবিকতার পৃথিবী
আজও বিশাল মায়ায় আবদ্ধ...


সেই মায়ায় আচ্ছন্ন ভরা লোভ
মানুষকে আজও বোকা বানায়।
ইশারায় অনেক কিছু বলে যায়।


বিনা পারিশ্রমিকে এমন অনেক গল্প কবিতা
সৃষ্টি করে যা সত্যই অপূর্ব সাধনা
বলে মনে হয়।


পৃথিবীর নীরবে, এই পৃথিবী
পৃথিবীর ঘোরে, এই পৃথিবী
আচ্ছন্ন করে দেয়।


বুদ্ধিমানরা জ্ঞান থেকে আদেশ দেয়
বলেন বেড়িয়ে এসো
সত্যই এর থেকে বেরতে পারব না।
এ যে ঘোরের মহাভারত
মহাভারতের মধ্যে আমি একা অভিমুন্ন্য।