শিকড়ের টানে যে দিবস রজনী
ভালবাসার কাঙাল
কাঙালের দল
তাদের অপেক্ষায় বসে থাকে
তারা কি জানে না,
-এটি কেবলই ভ্রম।
বোঝে
তবু ভালবাসার নিগূঢ় রস
আত্মবোধনের শ্রেষ্ঠ ভঙ্গিমা
বার বার প্রমাণ করে দেয়
এ জীবন, এ মরণ
ক্ষণিকের প্রেমাভিনয়, কেবলই প্রহসন।
নিস্তেজ পৃথিবীতে,
যুদ্ধের পৃথিবীতে,
হিংসার পৃথিবীতে,
প্রেম ভালবাসা স্থান রয়েছে
তাই তো পৃথিবী এখনও
মানুষের বসবাসযোগ্য।