(১)
পৃথিবীর সমস্ত ঘটনার সাথে তোমরা কতটা সাবলীল
তা পৃথিবীর বর্তমান চিত্র দেখেই আমি বুঝতে পারি
তেমনি আমার সৃষ্টির ভাষায়
পুরোনো বাদ্ধর্ক্যের মানুষ বুঝতে পারেন
কোন কথা কতটা সাবলীল
আমার, আমাদের সমাজচেতনার।
সাহিত্যরসের বস আমরা হই না
আমাদের টাকার জোড়ে কিনে নিই সংস্কৃতিকে।
(২)
প্রায় অর্দ্ধেক বয়সেই এক মহিলা অন্য মহিলার
অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় ফ্ল্যাটে, ক্লাবে, পার্টিতে
সাবলীল ভাবে শেয়ার করে দুটি সময় প্রজন্মের
বাস্তব আবেগ
কিন্তু বাড়িতে বৃদ্ধা শাশুড়িও তো বউয়ের সাথে
করতে পারত – তা হল না।
কারণ সময়টা দিখাওবা, সময়টা চলতি হাওয়ার বস
তাই কবিত্বের রোলে মেশাতে চাই না সস।