রোজ খোকার জন্য মন কেমন করে
দিকে দিকে অকাট্য ভালবাসা গলার স্বরে,
তবু আমি ছুঁতে চাইলেও পারছি না আর
এখন আমার ব্যক্তি জীবন অপরাধ খবর সবার।
আমি আজ খুনি অপরাধি তাই জেলে বন্দি
আসলে চক্রান্ত তো থাকবেই, আর অভিসন্ধি।
তা বলে খোকার মুখটা দেখতে পাব না আর
কাবুলিওয়ালার খুকির ছাপহীন সততার কারবার...
#
আমার খোকা এখন স্কুলে গেলে অপমানিত
এই পুজোতে দিতে পারলাম না কিছু, জানি তো...
তবু অস্তিত্বের চিরায়ত স্বপ্নপূরণ চলতে থাকে
দেখি আমায় সময় কতক্ষণ থামিয়ে রাখে।
#
দোষ না করেও দোষী বিপ্লবী মনটুকু থাক
বিড়াল চোখ খুঁজেই চলেছে আইনের ফাঁক।
শুধু নির্দল হয়ে ভোটের লড়াই করেছি
বলে নাকি গাঁজা চাষ করে অসাধুতায় মেতেছি।
শুধু সত্যিটুকু বলতে চেয়েছি বলেই রোষে
এখন তাই অন্ধকারে জেলের গরাদে বসে।
#
ইচ্ছে করছে
আজ তাই খোকার সাথে স্মৃতি লুকোচুরি
অশিক্ষিত গুন্ডা গালাগালি হাতে চাই ছুরি।
ভাল স্কুলে না পড়িয়ে পাশবিক হতে শেখাবো
সভ্যতার ক্ষমতা পিশাচদের ভয় পাওয়াবো।
বদলে গেছি রূপান্তরে, সত সঠিক চিন্তা শেষ
তবু খারাপ হতে পারব না, থাকবে না এ রেশ।
#
মানুষ বলেই কাব্য করি নিজের দেশের ছবি
পাশবিক হৃদয় ধ্বংস করবেই মানবিক কবি।
একদিন তো তিনি আসবে জ্যোতির্ময় শান্তি
তৃতীয় বিশ্বের দেশে অরাজকতার ক্লান্তি।
সভ্য হতে গেলে তাই খোকাকে আদিম বানাবো
আবার রূপকথা থেকে গুহাচিত্র সবটুকু শোনাবো।