বড় মুখে সংশোধনের কথা, বড় প্রাণে জীবনের ব্যথা
উপন্যাস থেকে কবিতার অনুসরণে শিক্ষার সার্টিফিকেটে
এসে মন প্রাণ ধার করেছে।
করছে কিন্তু বৃহৎ অট্টালিকার একটি ঘর
একটি ১০ x ১২  ফ্ল্যাটের কামড়া
হঠাৎই কেমন যেন আমায় চেপে বাঁধবার চেষ্টা করছে,
চেষ্টা করছে নয়, শেষ চেতাবনি দিচ্ছে
উড়ন্ত স্বপ্নগুলোকে
মুখ টিপে হেঁসে বলে যাচ্ছে-
বড় বড় বকুনি
কাজের বেলায় করনি
মৃত্যু আসছে এক্ষুনি
নড়ক বেকার হবে তখুনি।


ছোট খাটো, ছোট একটা পরিণতি
তাই আবার কি আমায় রিমাইন্ডার দিচ্ছে
কেয়ারলেস হওয়ার সংশোধনে, মিছে..