হাসতে পেরেছি বলেই বাসতে পেরেছি ভাল
সন্দেহের রক্তবীজে ভয়, আকাশটাও কালো।
#
সেলেব সম্পর্ক ছুঁয়েছে আমায় নতুন করে আজ
লাইক পেতে স্বাদ জাগে, সময় নষ্টেরই কাজ।
জীবন খালি ফুটেজ চায় নেশাতুর বিবস্ত্র প্রাণ
আমার জন্য পৃথিবী আর পৃথিবীর জন্য মহাস্নান।
কত আশা কত লোভ জমছে মানবতার স্তরে স্তরে
আমাদের পাবে, পলিমাটির মত ইচ্ছে মাটির প্রস্তরে।
#
চাহিদাপূরণ করতে নতুন নতুন ব্যবসায়িক ছক
অনেকেই বলতে পারেন, হক কথা হক।
চাহিদা তো আকাশ কুসুম, চাহিদা তো আলো
কেন আজও তোমরা চাহিদা মেটাতে মন নিয়ে খেলো...
#
কষ্ট হয়, অসহায়তায়, চাহিদা হোক প্রকৃতি
বৃষ্টি চিন্তায় মেতেই থাকি, রোদ্দুর শরতে শিউলি।
সেঁদো গন্ধে জোঁক ধরা মনে, আমন ধানের দোল
আবার আমি খুলতে চাই নব্য শিক্ষার টোল।
সার্টিফিকেটে প্যাকেজ চাহিদা কিছু দেবে না শেষে
সবাই শুধু রয়েছে ভাবজ্ঞানে ও ভদ্রবেশে।
#
নতুন করে বাঁচতে চাইছি, চাহিদাপূরণ এমনি হয়
ম্যাচুরিটিতে ট্যাক্স কাটল কিনা তাতেও সংশয়।
চাহিদার সীমা অনেকটাই বাঁধা আছে গানের সুর
বাজার গরম করতে আসছে থিম, দুগ্গা আর অসুর।