জীবনে প্রতিটি দান অহরহ প্রচারিত
উদারতম বাণী ঋদ্ধ প্রাণে ধাবিত।
তবু জন্ম বাস্তব, তবু জন্ম শৈশব
১০৯৫৭ ব্যাপিত জীবন সৌষ্ঠব।
#
মিথ রয়েছে ভুল ধারণার সাথে
আজও ভাবায় আমিত্ব প্রতি রাতে।
আমি তো পারিনি, তবু ছাড়িনি
মনুষ্যত্ব, রোবটহীন হৃদয় নয়নী...
তবে এখন জীবনের দুধটুকু জানি
কবিতা ও ভাষা সাহিত্যকে মানি।
আর কিছু পারলাম না করতে
ভাষাকে ছেড়ে পারিনি মরতে।
সবার যেখানে সাধ চলে গেছে
সবাই আনন্দ সুখে বেঁচে আছে।
আমি শুধু রয়ে যাব প্রকৃতির কোলে
আমি শিহরিত হই সবুজকে ছুলে...
#
তিন দশক আমায় তিন যুগের শান্তি
এখনও আসেনি মৃত্যু বাঁচার ক্লান্তি।
রয়েছে অনেকটা কাজ উত্তরস্বরূপ
এই ভাষার প্রেম, চুমুর অরূপ।
প্রাচীন থেকে প্রাচীনতম চোখ
এই বাংলা, বাঙালির হোক।
আমার কাজ তো বোধিত যাপন
আমার কবিতা জন্ম আপন।
আমার সৃষ্টি বৃষ্টিহীন কান্না
সেই দুঃখী মা, করবে রান্না।
যে জীবন ভেবেছিলেন অমৃত স্বাদ
আমি জল ঢেলেছি.. স্বপ্ন বাদ।
অসফল আমি, এটাই জীবন
তবু প্রশ্বাসে উঠবে প্লাবন।
যারা বলেন নতুন ভাবনা বাঁচো
নতুন করে নতুন দিনে সাজো..
তাদের বলি নতুনটুকু সাধনা
আমায় এ জীবনে বেঁধো না...
আমি তো ইউজ রিচার্জ ভাউচার
কবি যে মিথ্যা মিথের কালচার।
তবু দিকশূন্যপুরে অমৃত যাতনা
কারণ এই মাটি আমার প্রেরণা।
থাকি কিছুটা ফিরতি পথে আজ
ত্রিশতম জন্মদিবসে..কচি..নেই লাজ!