অনেকটা ঘুম আসছে আজ
অনেকটা আসক্তি
শারদের নীল সাজ
আমার ভক্তি।
মিটে যাচ্ছে সবটুকু
মিটে যাচ্ছে আলোটুকু
ফেলে এসেছি প্রভুত্ব
যা জরাজীর্ণ মূর্ত।
#
এখন কেবল আত্মার সাথে মিলন
নতুন করে শান্তি স্রোতের প্লাবন
এখন কেবল যাওয়া আসার কথা
এখন কেবল চেতনা ও নীরবতা।
ইচ্ছা অনিচ্ছা জুড়ে শুরু হোক শান্তি
আজ আর নেই কলম কাগজের ক্লান্তি।
এখন শুধু এগিয়ে চলা, এগিয়ে চলা
এখন শুধু শান্তি ঘুমের একটু কথা বলা।
ফেলে আসা জীবন, ফেলে আসা শর্ত
মিলে মিশে গেছে জীবনের সব আবর্ত।
পূর্ণতা পেয়েছে নিদারুণ শব্দকোষ
সকলের প্রতি ছিল, যতটুকু আক্রোশ।
ভাবনার মাঝে ভাবনারা আহত আজ
স্বপ্নের মাঝে স্বপ্নেরা আহত আজ
তবু বেঁচে থাকার ইচ্ছা অনিচ্ছা
তবু বাঁচিয়ে রাখার নতুন প্রতীক্ষা।
এভাবেই শান্তির সরলতা কুয়াশা
শান্তিটুকুই শব্দবন্ধনের প্রত্যাশা।
ভাবুক হৃদয়ে আসুক তা আবার
আমাদের শান্তি সফলতা তো সবার...