অনলাইনে অর্ডার দিলাম দুর্গা ঠাকুর
অনেক অপশন এসে গেছে...প্রচুর।
অনলাইনের অ্যাপসটাও ভাল খুব
দুর্গা গন্ধ ছুঁয়েছে মাদকতার চিবুক।
পুজোর গন্ধে মাতাল করা গন্ধ
পুজোর সময় নষ্ট সময় বন্ধ,
আনন্দটুকু করব হাইফাই যুগে
কি হবে সাবেকিয়ানায় ভুগে...
#
বোতাম টিপলেই মহালয়া টু দশমী
সব মন্ত্র হাজির.. লাগে না প্রণামি।
সমস্ত দিনের মন্ত্র টু ঢাক পর পর
সাজানো বোতামে এবার তুলবে ঝড়।
হতেই পারে ক্লাস করা পুরুত নো ভুল
এই সফটওয়্যারে কে ফোটাবে হুল!!
একদম সঠিক উচ্চারণ প্রি-লোডেড
মন্ত্রগুলো ব্রহ্মা টু মহেশ্বর কোডেড।
শুদ্ধ ভাবে পুজো হবে..দূষণ বিহীন যুগ
কর্পোরেট দুনিয়ায় অ্যাপ পুজোর হুজুগ।
#
সময় এখন সময়ের কাছে বন্দি
মা দুগ্গাও বোঝেন যুগের অভিসন্ধি।
প্রজেকশন করে দুর্গা পুজো হবে পর্দা
এসব দেখে ভীত সন্ত্রস্ত পাড়ার বরদা।
অনেক কম খরচের সাথে বাড়তি ইনকাম গন
এবার পুজোতে পকেট ফাঁকা করবে ঢং ঢং..
তবু যুগের সাথে দূষণ কমাতে উইকএন্ড পুজো
মানব এখন যন্ত্র...যন্ত্র মানেটা তোমরাই খুঁজো...
প্রযুক্তিতে নিজেই চলছে গাড়ি..ভীষণ স্মার্ট
স্মার্ট দুর্গা তাই এই কবিতা থেকে হলেন স্টার্ট....
#
এই দিন আর বেশি দেরি নেই মা
পুজোর গন্ধে ইলেক্ট্রনিক্স..চেতনা...