এক থেকে দুই আর দুই থেকে সহস্র
আসতে আসতে আসতে আরও অভদ্র।
এভাবেই সভ্যতার সভ্য-অসভ্য টানাপোড়েন
ক্ষমতালোভী বিবেকে অকাল মা...জাগেন।
একটি নীলপদ্ম আজ নেই শাস্ত্রপুকুরে
সবটুকুই মায়াময়..এই বাংলার নগরে...
ভেসে চলে সভ্যতার সাথে ভাসমান স্রোত
হারিয়েছি সমস্ত শিক্ষার বন্দর ও পোত।
দিকশূন্যপুরের খোঁজ করতে চাই আবার
এক ফোঁটা করে অশ্রু চাই আজ সবার।
দিতে পারবে না ছন্দ গন্ধ ও স্বাদ এভাবে
আবহমানকাল সময় সে পথেই নিয়ে যাবে।
#
তাই চুপ থাকা কান্না মরুভূমি নয়, আগ্নেয়লাভা
আঁচ করবে সকলেই জীবন্ত দেবীর সে আভা।