কবিতার ছন্দ, গন্ধ..রূপকল্প থাকে
তা মন চেতনার অণুরণনে মাখে।
ভাল লাগে সে সব কথার মর্মার্থ।
কবি তো কবি হলেই হবেন যথার্থ।
কবর দেওয়া আত্মার অশুভ কথা
সে সব নিয়ে নুড়ি পাথর গাঁথা।
সুন্দর থেকে সুন্দরতর সেই সবুজ
আমার না-কবিতা..শ্বেতশুভ্র অবুঝ।
অভিসার থেকে আসছে অনুরাগ
আমার লেখনিকে করবে কটা ভাগ।
বাংলা একটাই, বাংলা একবারই
বাংলা সর্বজনীন, পুজোময় সবারই।
যেদিন বুঝতে অর্জিত কথনের ব্যাপ্তি
সঠিক অনুধাবনে হবে কবিত্ব প্রাপ্তি।
কাদা ছেটাও, আমার ভুল ভ্রান্তি
বয়স্ক চুলে পাক..কুঁচকে থাকা ক্লান্তি।
যদি বুঝতেই কোন দহনে আমি
এ কবিতাবিহীন সূত্র গাঁথা অন্তর্যামী...