পঁচা মরার দুর্গন্ধ আমার কথন
স্তম্ভিত রক্তাক্ত হাতেই মরণ।
ভূতের নিভন্ত চুল্লীতে ধস্তাধস্তি
শীতল হাতের হাড় পাহাড়ের বস্তি।
পাশে থাকলেই বাঁচার আনন্দ আসে
স্বপ্ন স্পর্শে আবার দাঁত-হাসি কাশে।
শিউলি থেঁতলেছে ঐ গ্যাঙ্গ রেপ
আমি দিতে চাই না অতৃপ্ত শেপ।
শুধু বাস্তব দুর্গাদের ত্রিশূল শান দেবো...
জানি রক্তাক্ত যোনী থেকে অমৃত পাবো।
বিকৃত সময়, আমার মস্তিষ্ক ও সমাজ
আমার কথা ছিঃ ছিঃ উঠুক আওয়াজ।
লজ্জা হোক, ঘেন্না আসুক আমার মধ্যে
আমি চাই না প্রতিবাদ থেকে সরতে।
বলতে চাই শুধু, মানবিকতা মঙ্গলে নেই
মানবিকতা বাংলায় আছে..বুঝবে সেই
যে বাংলায় বাঁচে, বাংলায় ভালবাসে
বাংলায় কান্নায় মাতে...বাংলার অণুপ্রাশে...