#
অন্ধকার লাগছে কুমোরটুলি
আলোয় মেতেছে শহরতলি...
শিল্পী ভাবছে প্যান্ডেলে যাই
দুর্গাতেই সবটুকু পাই।
গরম, বৃষ্টি সব থেকে আগলে
তবেই না মৃন্ময়ী নতুনত্বে জাগলে।
এভাবেই চলতে থাকা টানাপোড়েন
মুহূর্তগুলো পলিতে ভাসায়।
এখন মাটি গন্ধ স্মৃতি আগায়।
অনুভূতি ব্রতের মতোই স্পষ্ট
আমার মনে জমেছে..কষ্ট।
তুমির মধ্যেই যাপিত জীবন মা
একাকিত্বে এমন কাঁদিও না।
তবু বোধন থেকে দশমী থাকবে
আমার সৃষ্টিকে বোধিত করবে...
এটাই আশা...লোকসানেও চলছি
মাটি, বাঁশ..সব বাড়ছে, আমরা মরছি...
তবু এ ভালবাসা চিরন্তন রক্তিমা
জন্ম থেকেই স্রোতস্বিনী চেতনা।
আগত জীবনের ভাষাময় সময়
এই পৃথিবী শিল্পের একমাত্র অভয়।
আবার আসবে তুমি ফাঁকা ঘরে
মা তুমি, হ্যাঁ তুমি আছো অন্তরে।