দীর্ঘায়িত উৎসব খেদহীন ছুটি
শরৎ ফোঁসকা, ব্যাথায় লুটোপুটি।
তবু স্প্রেস-জেল আছে একবিংশ
মায়ের রূপটা এ-ক্লাস স্বহিংস।
কবে অসুর জিম ছেড়ে নোঁয়াপাতি
ভিলেন গোঁফটা, ৫০ ইঞ্চি ছাতি।
তবু সংরক্ষিত ফুট ৮৮ দুর্গা কথা
হিমসিম হাসজারু নগর প্রণেতা...  
অনেকটা খেয়ালী সুর বাজল।
এক সাথে থাকার জন্য মাদল...
রসদ ও রসীদ হতে পারে।
অনুভূতিকে কে কেমন করে কারে...
উত্তর পরাধীন বাস্তব বলয় আবক্ষে
দশেরা রাজনীতি প্রশ্নহীন স্বপক্ষে...
মস্তিষ্কে বিজয়া আগমনি জাগল।
বিশদিনে দীপাবলী কথাই আসল...
আর্শীবাদী ঢাক কুরকুরে বেজে চলে
মনে হয় আজও হাতেহাত কথা বলে...
আজও আমার সেই প্রাণ,
মূর্ত এবং বিমূর্ত এক টান...
প্রাণের সাথেই কথার কথা
না দেখা কিলোমিটারের ব্যাথা...
সিঁদুরে রঙ লেগেছে মুখে চোখে
প্রাণ সুধা খেলুম এক ঢোকে...
লেগে আছে অনন্ত এক শরীর
ভাবতেও চাই না কিছু...প্রাচীর...
আগন্তুক হয় দূরত্ব
যেখানেই থাক নাগরিকত্ব
আবার আসবে পাসপোর্ট ছাড়া
বিনামূল্যে দশদিন প্রেম ও ভাড়া।
বাঁচিয়ে রাখার এইসব কথাবার্তা
অজস্র ধন্যবাদ বেঁচে থাকার মাত্রা।
আলোকিত এক রশ্মি আসছে আবার
জীবন্ত প্যাকেজ -- ভাল কাটুক সবার...