মানব দর্শনে আলো কখনও অন্ধকারে
অনেক অন্ধকার আলোকেই তুলে ধরে...
দর্শন কথা সমাজ ভাবুকতা নয়, বাস্তব
আলোলিকা প্রান্তিক সমাজকে করে প্রসব।
যন্ত্রণা তো দীর্ঘকালীন চুক্তি নাবিক খেয়া
জীবন মানেই তাৎক্ষণিক নেওয়া-দেওয়া।
সবাই ব্যস্ত আর আলোলিকা একাকিত্ব
বাঁচার আগুন জপছে..নিত্য দিনের প্রভুত্ব।
শিক্ষা তো শিক্ষার পরিবেশ জানে না
স্নাতক মানপত্র জীবনযুদ্ধ মানে না।
আলোলিকার প্রকৃতি ঋণ অতিরঞ্জিত নয়
প্রান্তিকতা প্রেমে পুরুষ পেও না ভয়।
#
অক্ষি যেন আলোককণা..নক্ষত্র সূর্য
আলোলিকাই তুলবে নতুন দিনের তুর্য...