লাইক কমেন্ট মাপকাঠি হয় না
সময় বহমানতা উদারতা সয় না।
বিচ্ছিন্ন অনেকটাই রয়ে যায় কাছে
লেখনিকে ভয় পায় গোরারা পাছে।
ভালই লাগে কাঁকড়া জাতির কথা
তবু বাঙালি বলেই লেখার সরলতা।
যে যুগে আমরা লেখ্য কবিয়াল
প্রতিবাদী কলম উঠছে, দে সামাল...
#
যারা ঈর্ষা করে তারা আরও করুক
ঐ করেই মন সুখে ভরুক।
বৃহৎ কলেবর, চিন্তা আকাশ নেই
সে সব বেদ-কোরান চিন্তা সেই।
কত প্রশ্নের উত্তর গ্রন্থও তো চায়
সে সব না খুঁজে এরা ঈর্ষা করে যায়।
নৈব্যক্তিক জ্ঞান না থাকার কল্পনা
নিন্দুকেরা করে মরে খালি জল্পনা।
অহঙ্কারী জ্ঞানী তো নিন্দুকের দল
সাহস থাকলে বিবেকহীন কথা বল—