মরশুমের উদযাপনে কম হল অনেকটা
অনেকটা কম হল এই ছন্দ কথায়
থেকে গেল মাসিক লক্ষ্য অপূর্ণ
তবু তো মনময়তা...নয় শূন্য।
আলোর মতো এক উল্কা পিন্ড
জ্বলছে আজও।
উল্কা বৃষ্টির মতো ভিন গ্রহে প্রাণ
আমার কাব্য নব চেতনে স্নান।
অপভ্রংশ হয় জানি।
সবটাই অন্তর্যামী...
বলতে রাজি না...তা বিজ্ঞান খুঁজি
প্রতি রাতে বিছানায় ভালবাসা খুঁজি...
পাই না... ভাবি তাই আমিও কি সমাজের বলি
ধর্ষণ শব্দহীন সমাজকাটা খুলি...
উত্তর চাই না,
কারণ মানিয়ে নিয়েছি ভালবাসায়
কম হয়ে গেল গুণুন ও কবিতা ভাষায়...
দ্বিখন্ডিত হোক ধরিত্রী
মৃত্যু হোক পাপের ক্ষমতা
মারা যাক সব ক্ষমতালোভীর জামাতা।
আর উপভোগ নয় নীতির রাজা
ভাঙা ঢাক বসে বাজা....
বড় অদ্ভুতুরে লাগে
কেন ও কি করতে আমি!!
এ জীবনে... আত্মা বিবরণী...
তবু সব ভুলে ভালবাসি সন্তান
তবু সব ভুলে সংসার সম্মান
তবু সব ভুলে এক জীবনে না পাওয়া
তাও এই কবিতা অনেক জীবনে নিয়ে যাওয়া।
কবিতা তো অনেক জীবনের ফসল
আত্মা ভ্রাম্যমান...সত্য নয় নকল।
বেঁচে আছি জীবনের জন্য তাই
আসো তোমার হাত ধরে উজানে ভাসাই
আমায় জীবন্ত দহন
ও তোমার ছাই হওয়া ভালবাসা।