হারিয়ে যাওয়া সময়, আর হারিয়ে যাওয়া আমি
নিজেকে খুঁজি, মূর্ত পৃথিবীতে বাঁচব বলে।
কিন্তু বাঁচতে হয় কিভাবে
মানবতা বেঁচে থাকে কি কারণে
তা ভুলে গেছি, তা ভুলে গেছে
আমার আপন প্রাণ
আমার আপন দন্ডায়মান পৃথিবী।


তবু যে আমাকে ভালবাসে, ভালবাসার কথা বলে
হারিয়ে যাওয়ার আগের মুহূর্তে
এই পৃথিবীর কথা
এই পৃথিবীর মানুষগুলোর কথা-
সে যতই খারাপ হোক
মনে পড়ে যায়।


আমি মৃত্যু চাই, মৃত্যুতে মিশে যাই
কারণ আমি এ পৃথিবী চাইনি
কিন্তু আমার প্রতিবাদ করার ক্ষমতাও নেই
যোগ্যতাও নেই।
তবু তোমরা বেঁচে থেকো
তোমরা এই পৃথিবীকে বাঁচিয়ে রেখো
প্রাণের খোজ করও
পাথর প্রাণের পেশাদারিত্বে...