মন মিষ্টি বলেই আমার খেয়াল রাখা ছন্দ
রূপকথার পৃষ্ঠা করতে পারছি না বন্ধ।
পুরো গল্পটা শেষ করব রাত ভোর
মিষ্টি রূপকথার কাঁটছে না তো ঘোর...
শ্লীল থেকে স্থিতি বিনিময় কাব্য সম্মেলন
মিষ্টি মনের আজ অশ্লীলতা মিলন।
ভাবনাটা সঠিক হলেই দৃষ্টিভঙ্গি পাল্টায়
কালিদাস আজও বসছে সেই ডালটায়।
ঐ রূপকথাগুলোই আমাদের পাথেয় বাস্তব
মিষ্টি মন বলেই রূপকথার ইতিহাস প্রস্তাব।
কালের সবকিছুই সময়ে কাছে রূপকথা
আধুনিক মনস্ক মানেই নয় স্বাধীনচেতা।
#
সরল মিষ্টতার জাগরণ খুবই প্রয়োজনীয়
রূপকথার মনে মানবতাই প্রার্থনীয়।