মনের আবেগ আমারও সূর্যকিরণ
মিষ্টি সে অনুভূতি স্বপ্নের আভরণ।
কত দুঃখ কষ্টের মাঝেও তাই
সেই রূপকথার কথাই গেয়ে যাই।
কত কথাই তো সত্য হবে না
কত কল্পনা তো শুধুই প্রেরণা...
তবু মনের মাধুর্য মাখা সেই পথে
ঘুমিয়ে থাকি রূপকথা অনুবাদে
মন এক যুগলবন্দি মিষ্ট প্রদেশ
মিশে যাওয়া আত্মা ও স্বদেশ।
ভাবনাহীন ভাবনার সেই দিনান্ত
মিষ্টিতায় মাফ করলাম অনন্ত
দোষ থেকে যায় দোষের জঞ্জালে
রূপময় মিষ্টি মধুকাব্যের প্রাঞ্জলে...