নরম নরম চাহুনি শিশুর ভূমিষ্ট অঙ্গীকার
মন মুগ্ধকর মিষ্টি অণুরণন তাঁর অধিকার।
#
রূপকথার কথা লিখবে ললাটে ভাগ্য কথন
মন মিষ্টতাই চিনতে পারে..অমূল্যরতন
নিষ্পাপ সেই চাহুনি ও অনন্ত ভাবনা আজ
মুগ্ধ শিশুতে মিটবে শত জন্মের কাজ।
একবার শুধু পাপী দোষীদের হাতে
এই শিশুকে দাও একটি রাতে।
#
এই উলঙ্গ শিশুই পারে জাগ্রত বিবেক দংশন
রূপকথার মতো পরিবর্তিত হোক জীবনদর্শন।
#
রূপ মিষ্টতাই দেবে মুগ্ধতা ভরা মন
আত্মা তখন চিনবে কেবল প্রিয়জন।
এত অত্যাচারী পাপ তখন মুক্তি অপেক্ষা
মিষ্টিমনের পাঠকের সেই রূপকথার প্রতীক্ষা।