বাস্তবতা
(১)
এখনও আমার পেটে মশলা আছে
পৃথিবীর শ্রেষ্ঠ খাবার দিলেও খেতে পারব না
তাই আমি এখন নীপিড়িতের কথা বলতে অক্ষম
এখন আমি স্বর্গ, মহারাজ, সম্রাট
কিন্তু কবির ভাষা ওরা জানে না
ওদের কবিতা লেখা হবে না
ঔ মা ক্ষুধার জ্বালায় তাই শৈশব সুদর্শন
পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ শিশুদের হত্যা করছে
মা নিজ হাতে ক্ষুধায় রক্তাক্ত হচ্ছে।