আলো খোঁজ করছে কলম কবি
আলোর রাজ্যে ধ্বংসাত্মক ছবি
আলোর দুনিয়ায় আধার বাতি
আলোর জন্য বেঁচে চিররাতি।
স্বপ্নপুরাণের আলো দীপাবলি
ঘরের শ্রী ফেরাতে পাঠাবলি...
হরেক পুজোর আয়োজন আজ
বামা ও শ্যামা কালীর সাজ।
এদেশেতে লক্ষ্মীপুজোর চল
কালীঘাটের নিয়ম বহাল...
তবু সুস্বাদু সে নিরামিষ ভোগ
আলোলিকায় মিটুক সব শোক।
একটু নীরবতা আসুক আজ
একটু শান্তির শ্রদ্ধা কাজ
আলোর সরণিতে শব্দ ক্ষয়
আজও আগুনে চিরাচরিত ভয়।
তবুও সংঘবদ্ধ এক মূল্যায়ন
তবুও চেতনার সেই বাতায়ন,
অনবরত এক অস্তিত্ব চিন্তা
শুভেচ্ছা জানিয়ে কাটুক দিনটা।
মায়ের পুজো কি খারাপরাই করে
মায়ের শক্তি বাজেরা কামনা করে!
অদ্ভুদ এক উক্তিটি ঘুরছে মনে
মা যে সবার জানেন প্রতি জনে।
#
আসলে গরীবের ঘরে সুখের অভাব
বাজির টাকা পুড়িয়ে পাল্টাবে না স্বভাব।
তাই তারা ভয় পায় নিজের দুনিয়া
পুজোটুকুই হোক শ্রেষ্ঠত্বের সুখনিয়া।
#
আজ থেকে শুরু হোক ভাল থাকা
আনন্দ আসুক নতুনের ভাল রাখা
আজ থেকে নতুন করে বাঁচা...
স্বাধীন হোক বদ্ধ সব খাঁচা।
উদাত্ত প্রাণে জাগুক আলোর সাড়া
দিয়ার শিখায় জেলে যায় মা-তারা
মনের এক নতুন আলোক শিখা
মনের আলোয় মনেই আবার দেখা।