সন্ধ্যা নামছে মস্তিষ্ক প্রাণে
পাহাড়ের ঢালে ও গানে
তবু শীতলতা পেরিয়ে ধাপ
ঝর্ণার ধারে মিটল মনের পাপ।
আবার সেই হাসি-প্রকৃতি মিশে
দূর করল দূষণের ভার ক্লিশে
কুমায়ুনের বিদীর্ণ সে ঝর্ণা
রূপ, শরীর..অনন্ত এক বর্ণা।
কুমায়ুনের অজানা সেই কান্না
যেন ক্লাইম্যাক্সের নব রান্না।
এই পাহাড়েই শত মানুষের বাস
এই পাথুরে রাস্তায় তাদেরই সুবাস...
সেই রাস্তায় আমিও ফটো প্রত্যাশী
পাহাড়-ঝর্ণার মেলবন্ধনে ভালবাসাবাসি...
অনেকটা অনেক জড়িয়ে থাকতে চায়
অনেকটা অনেক ভীষণ ভাবতে চায়
অনেকটা জুড়ে আস্থা ও অনাস্থার যাত্রা
ঝর্ণা ছিল বলেই সূর্য কণার অপূর্ব মাত্রা।
কুমায়ুন জুড়ে এই ঝর্ণা ধারার মতো
মিটেছে মনের অনেক অনেক ক্ষত
নৈনী ভ্রমণের সেই রামধনু আকাশ
ছন্দ তালে হয় না তার প্রকাশ।
সকলকেই আসতে হবে কষ্ট করে
জীবন উত্তরণে মনটি যাবে ভরে...
যদিও রাস্তার সাপমোচনে মাথা
দুলছে দুলুক,, সে সব চুপকথা।
স্নিগ্ধ স্ফটিক জলের ধারায় শুদ্ধ
শিব এখানে নয় একদম ক্রুদ্ধ
শুধুই চাইছে একটু প্রকৃতি শান্তি
প্রকৃতিতে এলেই মিটবে ভুল ভ্রান্তি।
তীর্থ হবে মনযুগলে, পূর্ণ মনের স্বাদ
অশুভের শেষে আজ বাজুক ঘন্টা নিনাদ।