আগমণি বাতাসে কিসের ঘ্রাণ ছুটে আসে?
কল্পমনকে, মনের হৃদয়কে সাড়া জাগাবে বলে
রিক্ত শ্রীকে শান্ত সুশীলব করবে শ্বাস প্রশ্বাসে, -
কঠিন পণকে তরল করবে জলে, জল অন্তরে – আজ সংকট কালে!


আশা করি পারবে না।
কবিতার ভাষা সেখানে কবিতাতেই আটকে থাকবে।
রিপু ষড়ভুজাকৃতি হয়ে পূর্ণ করবে না
কলির কোন অসম চেতনা – অরাজকতাকে ডাকবে!


আজকের দুনিয়াকে কালো সাদার প্রেম থেকে রাজনীতির গেম
কর্তব্যনিষ্ট কৃষি মানসকে শিল্প নৈপুণ্যে সৃষ্টির জন্য
রিকশা টানা দুনিয়ায় বিরিয়ানী বিলাসিতা – শেম
কলুষিত বাংলার নবজাগরণে কবি তাই বন্য।


আগুনের পরশমণি কোঠার শোভায় বাস্তব
কন্ঠপ্রাণ নষ্ট কাগজে জীবন ছন্দে হবে প্রকাশিত।
রিক্ত হস্ত মা মৃত্তিকা খনিজ খুঁজছে তাকে সুমানব,
কর্মযোগী  সেই চেতনা, চেতনার সুজাগরণ আভাসিত...


এসো হাতে হাত মিলিয়ে আজ করি মুক্তির শপথ
সাক্ষী থাক শ্রেষ্ঠ আকরিক রথ।