স্মৃতি বিজরিত সেই অভিজ্ঞতা পাহাড়
অনুভূতি স্পর্শ ও সেই অনন্ত আহার
মনে পরে সবটুকুই উদাশীন পলক
ছোটবেলার স্নেহময় সে সব ঝলক।
ভাললাগে, ভাললাগার সেই দিনটুকু
কতটা ভালবেসেছি, আদুরে বোনু
তারপর জল বয়েছে স্রোতে সময়
আজ তাই না পাওয়াই অভয়।
আসলে পথ বেঁকেছে গহীন শব্দগুচ্ছ
আমার তো নেই ময়ূরের মতো পুচ্ছ...
তাই সরল মেঠো পথে একাই ধুলো
আবার বনের নরম আঙুল আমায় ছুলো...
#
এক জীবনের না পাওয়া, পূর্ণ অন্য জীবনে
অচল মুদ্রাই অ্যান্টিক...সকলেই তা মানে।