#
ধর্মের অন্ধ চাতুর্যে জেহাদী হওয়া ঠিক নয়
শুধুমাত্র টাকার লোভে..সংসার বাঁচানোর ভয়।
কেবল ধর্মের নামে আত্মত্যাগ বিস্ফোরণ কেন
প্রকৃতি সুবিশাল..দায়বদ্ধতার জীবনটাকে যেন,
রক্তাক্তহীন শৈশবে ক্ষুধা থাকলে উন্নতি হবে
কেবল কিছু মানুষ খুন করে কি বা পাবে??
#
বন্ধ করতে বলছি না, ভাবতে বলছি ঠান্ডায়
হতে পারে চোখের সামনে রক্ত লেগে ঝান্ডায়...
তাও প্রাণ হত্যায় কখনও সমাধান আসে না
মানুষ খুনে, খুনীকে কেউ আর ভালবাসে না।
#
শিক্ষা তো জীবন...সার্টিফিকেট ছাড়াই অভিজ্ঞতা
মানুষ হও...মেরো না, সাম্প্রদায়িকতা দুর্বুদ্ধিতা...
#
যারা ক্ষমতালোভী তারাই তোমাদের ক্ষেপাচ্ছে
জীবন-মানবিকতা...এভাবেই টাকার লোভে গোলাচ্ছে...
তাই যে ধর্মালম্বী হও না কেন, প্রতিবাদ বুদ্ধি চাই
আমরা নিজেরাই নিজেদের অন্ন অর্জন করি ভাই...
মিথ্যা বুলি নয়...সত ভাবেও বুদ্ধি দিয়ে রোজগার হয়
গরীব আছি বলেই বড়লোক হব, কিসের এত ভয়।
আমার সংসারকে টাকা দেবে বলে জেহাদী আর নয়
জঙ্গী তুমি বাঁচাতে পার শিশুর প্রাণ, আসুক প্রত্যয়
#
একবার তাই আয়নাতে নিজের শৈশবটুকু দেখবে
ছোট্ট শিশুটা আজও হাসছে...তার কান্নাটুকুই বিধবে
তাহলে কেন মানব হত্যা, তাহলে কিসের উল্লাস
সকলের বক্ষপিঞ্জরে একই বায়ুর প্রশ্বাস-নিশ্বাস।
বুদ্ধি দিয়ে কৌশলীদের লোভ ধ্বংস করবে জেহাদী
কোরান, বাইবেল, গীতা কোনও ধর্মগ্রন্থ নয় অনাদী...
মানুষ সৃষ্টি করেছে আইন নিজের সুবিধাভোগের জন্য
বন্য জঙ্গী নও মানুষ তোমরাই..হারিও না নিজ লাবণ্য।