এখানেই রাখলাম মার্জিত রুচি
সত্যটা তোলা থাক।
এখানেই রাখলাম মুখোশের ভালো
রাগটুকু ঢেকে রাখ।
এখানেই পাবে নির্ভেজাল নাটুকে হাসি
আমরা তো লুকোতেই ভালবাসি।
কেমন করে যেন লুকিয়েছি ধুলো মনে
আর বলি কথা লুকিয়ে..এখন আসি...
তারপর মনের মধ্যে হাজার গালাগাল
কখনও তো প্রকাশ্যেও দিই,
তবু নিজের খারাপটুকু বুঝতে পারি না
এক অমরত্ব উজাড়, তবে সে কি!!
ভেবেই চলি অস্থিরতার গল্পগুলো খবর
সস্তায় প্রচার হচ্ছে জব্বর।
আর... লাইক হীন কবিতাগুচ্ছগুলো
জমা হচ্ছে সময়ের গহ্বরে...বাক্যগুলো
আবার কবিতা হবে বলে
তোমার মাথা নাড়ানো মুচকি হাসিতে
শব্দ সত্য কাব্যজালের নিজস্ব গতিতে।