(স্মৃতিচারণে বাবা, ২০ নভেম্বর মৃত্যুবার্ষিকী, ভালবাসতেন জুঁই গন্ধ)
#
জুঁইয়ের গন্ধে স্মৃতি লেগে থাকা হাসি
আজও সেই সংগ্রহ ডালাই ভালবাসি।
মাদকতা করা গন্ধে...হিংসা নেই
শান্তির সান্তনায় বেঁচে আছে সেই।
তুলনাহীন তুলনা ও ভাবনার পরিহাস
জুঁইয়ের গন্ধটাই নতুন জীবনের সুবাস।
#
তবুও একদিন ছেড়ে চলে গেছে শব হয়ে
তারপর অনেক হেমন্ত স্রোতে গেছে বয়ে।
চুড়ান্ত এক সীমাহীন আনন্দগান সাজ
পঞ্চান্ন মিনিটেই ইচ্ছা জীবনের মিটল কাজ।
#
কত প্রতিবাদ, কত হুঙ্কার, কত যুদ্ধ কমরেড
পন্থা বাম ছিল, দৃঢ় প্রত্যয়..সাম্যবাদে নো প্রভেদ।
#
তবু সে সব দর্শন কেউ মানে নিই জুঁই গন্ধ
সেই অধ্যায় বন্ধ...এখন ঘাস ফুলের সুগন্ধ।
#
সুগন্ধ তো একটাই...সে তো আমার কাছে বাবা
চির স্মৃতির স্মরণীয় জিনের টানে কে বসাবে থাবা।
দুঃখ একটাই আমি মানুষ হতে পারিনি ক্যানভাসে
আছ তুমি উজানে..স্বহৃদয়ে...জীবন্ত এক আভাসে...
হল না অনেক কিছু, হবেও না সে সব জানি
তবু প্রতি মুহূর্তে..তোমার কথাই মানি।
জানি না পিতৃ দায়িত্ব কেমন হয়...হয়তো জানব
সেদিনও জুঁই কথাই, বারংবার একই ভাবে মানব।