#
জন্ম আসে, জন্ম সাথী হয়
জন্ম আসে, জন্ম সাথী হয়
জন্মই আসে, জন্ম পথ দেখায়
পথ দেখিয়ে সাহসী নেশায়...
অতলান্ত গভীর চেতনায়
নিয়ে যায়।
#
জন্ম আসে আত্মারূপী
জন্ম আসে মায়াবী।
জন্ম আসে অস্তিত্বে
জন্ম জাগে নাগরিকত্বে।
জন্ম জাগে শিক্ষা বিহারে
জন্ম জাগে মাতৃ নগরে
জন্ম ভাবায় সঙ্গমজাত
টেনে নিয়ে চলে লগ্নজাত।
হাসির মতো নব শৈশব
হাসতে পারছে আনন্দ গৌরব
আর হাসছে ঔরসজাত।
জন্ম তুমি নও স্নাত।
#
সংসারী হওয়া জন্ম নয়
আমিত্বে বৃহৎ স্পর্শ সংসার বোধহয়।
খুবই কম উজাড়সম আদর্শ প্রাণ
তাই বাঁধছি নব দিনের অস্তিত্বময় গান।
বিকল্প নেই অমরত্বের জন্মদীপ
বিকল্প নেই উপনিষদীয় প্রদীপ
বিকল্পহীন আত্মার পরমাত্মা মিলন
জন্মের জন্য তার সমস্ত আয়োজন।
প্রতি জন্ম সার্থক হোক
প্রতি জন্মের থাকুক গ্রহে ঋণ।
কাব্য হল আশ্চর্য প্রদীপের জীন...
রক্তের মধ্যেও জন্ম চিহ্ন
বাংলা কৃষ্টি মৃত কাব্য ভিন্ন
বুঝতে না চাইলেও বুঝবে
এ কাব্য সহস্র বছরেও খুঁজবে
কারণ এ জন্ম তো বেদনার
এ কাব্য তো সত্যই সবার।